নাজমুল হক মুন্না :: বরিশাল জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর (এস আই) মনোনীত হলেন উজিরপুর মডেল থানার এস আই মো: রাকিবুল ইসলাম।
১৯ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম তাকে সার্টিফিকেট, ক্রেস্ট, তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম সহ সকল সার্কেল ও বরিশাল জেলার ১০ থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য এস আই রাকিবুল ইসলাম এর আগেও একাধিক বার শ্রেষ্ঠ এস আই হিসেবে মনোনীত হন।