প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
কাউখালীতে ইটভাটায় পানি দিয়ে ইটের পাজা নষ্ট : ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে ইটের পাঁজা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে ইটের পাঁজায় ইট পোড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। কাউখালী উপজেলা সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের সাবেক মেম্বার জাকির হোসেন ও গোসনতারা গ্রামের মহিউদ্দিন সরদার বেআইনিভাবে ইটের পাজায় ইট পোড়ানোর অভিযোগে ২০ মার্চ বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এবং ইটগুলো ফায়ার সার্ভিসের মাধ্যমে বিনষ্ট করে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
Copyright © 2025 Crime Times. All rights reserved.