প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ৪:২০ অপরাহ্ণ
কাউখালীতে যৌন নিপীড়নের বিরুদ্ধে মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে যৌন নিপীড়নের বিরুদ্ধে মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
পিরোজপুরের কাউখালীতে ২০ মার্চ বুধবার দুপুর বারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মহিলা পরিষদ কার্যালয়ের সামনে যৌন নিপীড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারি প্রক্টর দীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনার প্রতিবাদে ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, নারী নেত্রী মাহফুজা মিলি, সংগীতা সমাদ্দার, প্রভাতী মৃধা, চায়না মজুমদার, সাংস্কৃতিক কর্মী সুজন আইস প্রমুখ। বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে দোষীদের আইনের আশ্রয় এনে শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, আর কোন ছাত্রী যেন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির শিকার না হন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
Copyright © 2025 Crime Times. All rights reserved.