নিজস্ব প্রতিবেদক :: জাতীয় গণহত্যা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি বীভৎস হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বরোচিত গণহত্যার ভয়াল স্মৃতিবিজড়িত ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন গভীর রাতে পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচারে বাঙালিদের হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী।
ভয়াল এ কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। গণহত্যা দিবস স্মরণে এ কর্মসূচির আয়োজন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘উত্তরাধিকার’।
রোববার রাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় ‘উত্তরাধিকার’র নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া এবং ২৫ মার্চের গণহত্যার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।