প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
কাউখালীতে এসএসিপি প্রকল্পের আওতায় বারি চিনা বাদাম ৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে এসএসিপি প্রকল্পের আওতায় বারি চিনা বাদাম ৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত।
পিরোজপুরের কাউখালীতে ২৭ মার্চ বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩ /২৪ অর্থবছরে এসএসিপি প্রকল্পের আওতায় বারি চিনা বাদাম ৯ তেল ফসল প্রদর্শনীর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মিলন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.