প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রানাসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রানা খান (২৬), মো. সোহেল খান (২৮) ও মো. সাব্বির খান (২২)। সোমবার দিবাগত রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সেখান থেকে তাদের আটক করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ৩ ডাকাতে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
Copyright © 2024 Crime Times. All rights reserved.