নিজস্ব প্রতিবেদক :: উন্নয়নের মাধ্যমে বরিশাল সদর উপজেলাকে ঢেলে সাজাতে চাই : এসএম জাকির হোসেন।
আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেছেন, বরিশাল সদর উপজেলায় বিগত দিনগুলোতে উন্নয়ন বঞ্চিত এলাকার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সকলকে উন্নয়নে অংশিদার করতে চাই। আমি চেয়ারম্যান নির্বচিত হলে উন্নয়নের মাধ্যমে সদর উপজেলাকে ঢেলে সাজাতে চাই।
রবিবার সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসএম জাকির বলেন, আমি এসেছি জনগণের বন্ধু হতে। যাকে আপনারা সবসময় সুখে-দুঃখ উন্নয়নে পাশে পাবেন। আমাকে একটি বারের জন্য সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছি প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করে দেখাবো, ইনশাআল্লাহ।
দুপুরে সদর উপজেলার সাহেবের হাট বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের পিতার মৃত্যুতে ছুটে যান চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।
এছাড়া শায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামে স্থানীয়দের উদ্যোগে একটি ইফতার মাহফিলে অংশ নেয় এসএম জাকির হোসেন।