নিউজ ডেস্ক :: দস্যুদের সাথে সমঝোতা, কিছুদিনের মধ্যে নাবিকদের আনা হবে
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের অল্প কিছুদিনের মধ্যে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন-জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিককে সুস্থভাবে ফিরিয়ে আনতে কার্যক্রম চলছে। যদিও কবে উদ্ধার হবে সেটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না। তবে অল্প কিছু দিনের মধ্যেই তাদের আনা হবে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাই চলতি মাসেই একটা সুষ্ঠু সমাধান হবে বলে আশা প্রকাশ করছি’।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী জানান, সরকারের চেষ্টা ছিল নাবিকদের ঈদের আগেই বাড়ি ফেরত আনার; তবে- সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। নাবিকদের সাথে নানাভাবে যোগাযোগ করা হচ্ছে। তারা সুস্থ আছেন।
গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর দখল নেয় সোমালিয়ার জলদস্যুরা। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে।