প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
কাউখালীতে কাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র ও ঢেউটিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে কাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র ও ঢেউটিন বিতরণ।
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা কাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে শাড়ি কাপড়, লুঙ্গি ও ঢেউটিন বিতরণ করা হয়। ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল্লাহ আল মামুন নিজস্ব অর্থায়ন থেকে প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা হিসেবে বস্ত্র ও ঢেউটিন বিতরণ করে থাকেন। কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিবছরই আমি নিজস্ব অর্থায়নে সমাজের অস্বচ্ছল ব্যক্তিদের খুঁজে খুঁজে বস্ত্র ও ঢেউটিন বিতরণ করি এবং সবার সাথে ঈদ ভাগাভাগি করতে আমার খুব আনন্দ লাগে। তিনি আরো বলেন যেসব ছাত্রছাত্রী টাকা অভাবে লেখাপড়া করতে পারে না আমি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে থাকি। অসচ্ছল ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার খরচও বহন করেন কাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.