নিজস্ব প্রতিবেদক :: সুটিয়াকাঠীতে এক দিন মজুরের ঘর আগুনেপুড়ে ছাই।
বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের নান্দুহারের, রব তালুকদারবাড়ির পাশে, দিন মজুর, বাদশা মিয়ার ঘর, বিদ্যুৎ জনিত কারণে আগুনে পুড়ে ছাই আজ ১৪ই এপ্রিল রবিবার সকাল ১০'২৫ মিনিটের সময়।
সরজমিনে ঘটনা স্থান পরিদর্শন করে দেখা যায় যে, ভিকটিম পরিবারের কেউ বাড়িতে ছিলোনা, তারা সংবাদ পেয়ে আসার আগেই, এলাকাবাসী সবাই মিলে আগুন নেভানোর ব্যবস্থা করা র আগেই তার ঘরবাড়ি সহ পশুপাখি পুড়ে ছাই হয়ে যায়, উক্ত পরিবার যাহাতে,সাহায্য সহোযোগিতা পেতে পারে, নেছারাবাদ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।