নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ঝালকাঠির কাঠালিয়ায় তীব্র তাপদাহে হিট স্ট্রোকে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আফজাল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মৃত আনোয়ার তালুকদারের ছেল। তিনি কাঠালিয়া শহরে ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২০ এপ্রিল) আফজাল রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে হাঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে রাত ১১টার তার মৃত্যু হয়। তার স্ত্রী, দুই সন্তান রয়েছে।
এদিকে রোববারও ঝালকাঠির ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে।