ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভোলা থেকে আজ রাজধানীতে আসছে গ্যাস

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলা থেকে আজ রাজধানীতে আসছে গ্যাস

দ্বীপজেলা ভোলা থেকে প্রথমবারের মতো ঢাকায় সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) আকারে গ্যাস সরবরাহ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)।

জানা গেছে, কূপ থেকে গ্যাস উত্তোলন করে তা সিএনজিতে রূপান্তর করে ঢাকায় আনা হবে। এরপর ঢাকা ও গাজীপুরের শিল্পকারখানায় সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।

সিএনজি আকারে গ্যাস আনার এ কার্যক্রম কিছুক্ষণ পরই রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো কোম্পানি ভোলার গ্যাস সিএনজি করে আনতে চলতি বছরের মে মাসে সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করবে ইন্ট্রাকো।

উল্লেখ্য, প্রথম ধাপে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকায় সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা করছে সরকার।

ভোলার ২ গ্যাসক্ষেত্রে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। দৈনিক উৎপাদন সক্ষমতা ২০০ মিলিয়ন ঘনফুট এবং চাহিদা রয়েছে ৮০ থেকে ৮৫ মিলিয়ন ঘনফুট। এর ফলে শাহবাজপুর ও ভোলা গ্যাসক্ষেত্রের ৮টি কূপে দৈনিক প্রায় ১২০ এমএমসিএফ গ্যাস অব্যবহৃত থাকে। মূল ভূখণ্ডে গ্যাসের সংকট মেটাতে ভোলার বাড়তি গ্যাস কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে পাইপ লাইন নির্মাণ ব্যয়বহুল বলে সিএনজি আকারে গ্যাস আনার সিদ্ধান্ত হয়৷