ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৬৩

নিজস্ব প্রতিবেদক :: গণভোট সামনে রেখে ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়ায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) এক চিঠির মাধ্যমে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোটগণনা করা যাবে না। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনার পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোটকেন্দ্রেই সম্পন্ন করতে হবে।

ইসি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ভোটকক্ষে একই সঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না। এতে ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে কমিশন।

 

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুবিধার্থে প্রতিটি ভোটকক্ষের সাথে যতদূর সম্ভব ২টি গোপনকক্ষ (মার্কিং প্লেস) স্থাপন করতে হবে। যেসব কেন্দ্রে অতিরিক্ত গোপনকক্ষ স্থাপন করা সম্ভব নয়, সেখানে বিকল্প হিসেবে অতিরিক্ত ভোটকক্ষ স্থাপন করে ভোটগ্রহণ পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী কিংবা তার সমর্থকদের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না- এই নির্দেশনাও দেয়া হয়েছে ইসির পক্ষ থেকে।