
নিজস্ব প্রতিবেদক :: মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায় : তারেক রহমান।
মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়—এ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের কথা আজ নতুন করে বলা হচ্ছে, এ দেশের মানুষ তাদের ৫০ বছর আগেই দেখে ফেলেছে।
বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদীতে বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৭টায় তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও রাত সোয়া ২টার দিকে তিনি বক্তব্য শুরু করেন। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে রাত ৩টা পর্যন্ত হাজারো নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত থেকে তার বক্তব্য শোনেন।
তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা যদি তখন দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান না নিত, তাহলে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হতো না এবং মা-বোনদের সম্মানহানিও ঘটত না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ শেষে ভোটকেন্দ্রের পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
এর আগে একই দিনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে ধারাবাহিক জনসভায় ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান।


