
নিজস্ব প্রতিবেদক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত দল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তারা ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং স্থানীয়দের কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
সেনাবাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটাররা জানান, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রমে জনগণের নিরাপত্তাবোধ আরও দৃঢ় হয়েছে এবং সেনাবাহিনীর ভূমিকার প্রতি সাধারণ মানুষের সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।


