মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম ও পিপিএম। উক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি সাদেকুল আরেফিন মতিন।সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম।
বরিশালের ডিআইজি তার বক্তব্যে ঐতিহাসিক ৭ই মার্চের উপর তথ্য ভিত্তিক আলোচনা করেন। সভায় উপস্থিত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই “কারাগারের রোজনামচা” পড়ার পরামর্শ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Design and Developed By Sarjan Faraby