ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গণতান্ত্রিক ও মুক্ত চর্চার রাজনীতি করতে চাই : বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক,  নাছির উদ্দিন নাছের

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

তামিম ইকবাল রাজ :: আজ পহেলা অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছের বরিশাল বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।এসময় কিভাবে ইতিবাচক রাজনীতি করা যায় সে বিষয়ে প্রশ্ন করে সাধারণ শিক্ষার্থীদের  নাছের।

তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টিকে অগণতান্ত্রিক ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে মনে করেন। তিনি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেন।

একজন শিক্ষার্থী বলেন ছাত্র রাজনীতি মানেই হলো মারামারি,রাহাজানি, হানাহানি, গেস্ট রুম চর্চা, চাদা আদায় ও সাধারণ শিক্ষার্থীদের ওপর জুলুম অত্যাচার- নির্যাতন করা। আমরা এ ধরনের রাজনীতি চায় না।

শিক্ষার্থীরা জানান সুস্থ রাজনীতি থাকলে আমরা রাজনীতি চায় ,যে রাজনীতি শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার হবে,,নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ব্যক্তি স্বার্থে কাজ করবে না। এছাড়াও ছাত্র রাজনীতিতে আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি ক্যাম্পাসের জন্য ভালো কিছু নয় আনে নি। তাছাড়া রুম দখল , কোরামিং ও সর্বোপরি ক্যাম্পাসে উত্তেজনা তৈরী করেছে কিছু রাজনৈতিক ব্যক্তি। আমরা এ ধরনের রাজনীতি চায় না। তবে ক্যাম্পাসে সুস্থ পরিবেশ রাখলে আমরা ছাত্র রাজনীতিকে স্বাগতম জানাই।

একজন নারী শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায়না প্রশ্নের জবাবে  নাছের জানান
আমরা অপরাজনীতি বাস্তবায়ন করতে আসেনি।আমরা এসেছি আপনাদের সাথে কথা বলতে। কিভাবে ভালকিছু করতে পারি আপনাদের মতামত জানতে। আপনাদের চাওয়া পাওয়া আপনাদের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে।

এসকল প্রশ্নের জবাবে নাছের বলেন, আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক ও মুক্ত চর্চার রাজনীতি করতে চাই। আমাদের ছাত্র সংগঠন বিভিন্ন যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে । আমরা স্বৈরাচারের দোসর ছাত্রলীগের মত মানুষকে অত্যাচার নির্যাতন করব না। আমরা জাবি তে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী কে ধর্ষনের মত ঘটনা কখনোই ঘটায়নি আর কখনও ঘটাবো না। আপনাদের আশ্বস্থ করতে পারি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ছাত্রদল করবে না।যদি কেউ করে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্গলা বাহিনী একশন নিবে । সাংগঠনিকভাবে আমরা তার বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নিবো,ইতিপূর্বে সেটা দৃশ্যমান।

এছাড়া তিনি জানান, বাংলাদেশ ছাত্রদলকে শিক্ষার্থী বান্ধব করতে রিসার্চ সেল গঠন করা হয়েছে যা পরবর্তীতে সামগ্রিকভাবে কাজ করবে।সুস্থ সংস্কৃতি চর্চার বিষয়টি নিয়ে অলরেডি আমরা কাজ করে যাচ্ছি।

বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো জানান ছাত্র শিবির কর্মীদের সাথে তারদের কোনো যোগাযোগ নাই,তাছাড়া কিভাবে কথা কোন গঠন কাঠামো নিয়ে তারা আন্দোলন করেছে সে বিষয়ে তার জানা নাই,তবে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় চলছে বলে তিনি জানান।

তিনি আরো জানান বাংলাদেশ ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী গণমাধ্যমের স্বাধীনতায় বদ্ধ পরিকর ও গণমাধ্যম কর্মীদের জন্য রকম অত্যাচার করা হবে না পূর্বের স্বৈরাচারী ছাত্র সংগঠনের ন্যায়। এই সংগঠনে মূল কাজ হবে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা, শিক্ষার্থীদের পক্ষে কাজ করা এবং ব্যক্তি স্বার্থকে না বলা কেউ ব্যক্তি স্বার্থের জন্য কাজ করছে প্রমাণ হলে সাংগঠনিকভাবে শাস্তি কার্যকর করা।