নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অ*স্ত্র-মা*দকসহ আ*টক ৪
বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দেশীয় অস্ত্র,চোরাই মোবাইল,নগদ টাকা,ক্যামেরা উদ্ধার,একাধিক হত্যা ও মাদক সম্রাটসহ চার জনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) শেষ রাতে মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশফাক এর নেতৃত্বে এ সব দেশীয় অস্ত্র,নগদ টাকা,মাদক,ক্যামেরা,চোরাই মোবাইল উদ্ধার ও চার জনকে আটক করা হয়।
সেনাবাহিনীর যৌথ অভিযানে আটককৃতরা হলেন,ধানীসাফা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান হাফিজ(১৮),নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া (২০),কুদ্দুস মুন্সির ছেলে ফাহাদ (১৯) ও রিপন হাওলাদারের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম(১৮) জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবগত রাত (১২ অক্টোবর) রাত ৩ টায় মঠবাড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশফাক এর নেতৃত্বে উপজেলার ধানীসাফা গ্রামের দলায়ী বাড়ীতে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা শেষে দেশীয় ধারালো অস্ত্র ৪টি রামদা,১টি চাপাতি,১টি চাইনিজ কুড়াল,১৩৫ পিচ ইয়াবা,২০ গ্রাম গাঁজা,নগদ ১৫ হাজার ৯’শ টাকা,৮টি চোরাই মোবাইল,১টি ক্যামেরা উদ্ধার করা হয়।
এ সময় কুখ্যাত মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান হাফিজ,নাজমুল শিকদার ওরফে কালিয়া,মোঃ ফাহাদ,মোঃ তৌহিদুল ইসলাম কে হাতেনাতে আটক করা হয়।
যৌথ অভিযানে আটক হওয়া নাজমুল শিকদার ওরফে কালিয়ার বিরুদ্ধে স্থানীয় থানায় ২ টি হত্যা ও ৭ টি মামলা ও কুখ্যাত মাদক সম্রাট হাফিজুর রহমান হাফিজ এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
আটককৃতদের মঠবাড়িয়া সেনা ক্যাম্প-এ প্রাথমিক জিজ্ঞাসা শেষে উদ্ধারকৃত সামগ্রীসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
এবিষয় মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,সেনাবাহিনীর যৌথ অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।