নিজস্ব প্রতিবেদক :: নতুনধারা বাংলাদেশ এনডিবির ১২ বছর উপলক্ষে ৪ দফা নিয়ে বিভাগীয় পথ সমাবেশ।
নতুনধারা বাংলাদেশ এনডিবির ১২ বছর উপলক্ষে ৪ দফা নিয়ে বিভাগীয় পথ সমাবেশ-এর ঘোষণা দিয়েছে সংগঠনটি। ২৪ অক্টোবর নতুনধারার কার্যালয়ে চেয়ারম্যান মোমিন মেহেদী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ৪ দফার মধ্যে রয়েছে- ১. ছাত্র-যুব-জনতার আন্দোলনের আগে ও পরে নিহতদের সঠিক তালিকা, তদন্ত ও কঠোর বিচার করতে হবে। ২. আইনের প্রয়োগ, চুরি-ডাকাতি-দখল-দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৩. পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ৪. বেকারত্ব-সন্ত্রাস- নৈরাজ্য প্রতিরোধ করে আমলাতান্ত্রিকতাকে না বলে সুপরিকল্পনার মধ্য দিয়ে দেশকে পরিচালনা করতে হবে। আগামী ২৫ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে, ২৭ অক্টোবর নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে, ১ নভেম্বর বরিশাল প্রেসক্লাবের সামনে, ৮ নভেম্বর সিলেট প্রেসক্লাবের সামনে, ১৫ নভেম্বর রাজশাহী প্রেসক্লাবের সামনে, ১৬ নভেম্বর রংপুর প্রেসক্লাবের সামনে, ২২ নভেম্বর ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এবং ৬ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।