ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নি*খোঁজের ২২ দিন পর অটোচালকের অর্ধগলিত লা*শ উ*দ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে নি*খোঁজের ২২ দিন পর অটোচালকের অর্ধগলিত লা*শ উ*দ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকায় থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশ্রাফ আলী। নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে।

অটো রিকশার মালিক সৈয়দ আবুল কালাম জানান,মিজান আমার গাড়ি ভাড়ায় চালাতো। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হলে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে আর বাড়িতে ফেরেননি।

আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজকে দুপুরে একজন ঘাস কাটতে গেলে তার লাশ দেখতে পান।পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামাকাপড় দেখে শনাক্ত করে। ওসি তদন্ত আশ্রাফ আলী জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।