
স্টাফ রিপোর্টার :: বরিশালে সিটি কর্পোরেশন চাকরিচ্যুত চতুর্থ শ্রেণি কর্মচারীদের দুই দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বরিশাল নগর ভবন সম্মুখে এ বিক্ষোভ মিছিল করা হয়।
চতুর্থ শ্রেণি কর্মচারী সানু লাল জানান, আমাদের গত জানুয়ারির ২ তারিখ হঠাৎ করেই মৌখিক ভাবে চাকরি থেকে বাদ দেবার কথা জানায় সিটি কর্পোরেশনের সিও স্যার। এর পর একাধিক বার তার সাথে কথা বলেও কোনো সঠিক সমাধান আমরা পাইনি। এর মধ্যে একবার সমন্বয়কদের সাথে নিয়ে আলোচনা করেছি আমরা। তখন এক মাসের বেতন ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেবার কথা বললেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। কর্ম করে খাচ্ছি এত বছর কিন্তু এখন কোনো নোটিশ ছাড়াই আমাদের পরিবারসহ রাস্তায় নামিয়ে দিলো আমাদের। সামনে ঈদ অথচ এখন একমাত্র কর্মক্ষম ব্যক্তি কর্মস্থান হারিয়ে বাড়িগুলোতে শোকের মাতম চলছে।


