ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিশু আছিয়া ধ*র্ষ*ণ-হ*ত্যা*র বিচারের দাবিতে বরিশালে মহিলা ফোরামের বি*ক্ষো*ভ 

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৫, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শিশু আছিয়া ধ*র্ষ*ণ-হ*ত্যা*র বিচারের দাবিতে বরিশালে মহিলা ফোরামের বি*ক্ষো*ভ।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায়, বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এরপর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্ত্তী।

 

এতে আরও বক্তব্য রাখেন,সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নুরী। সমাবেশে বক্তারা বলেন,৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ন্যায়বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন,২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হয়েছে। তারা আরও বলেন,নারী ফুটবলারদের ওপর হামলা হয়েছে। নারী শিল্পীদের চলাফেরায় বাধা দেওয়া হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা চালানো হয়েছে। রাজশাহীগামী বাসে দীর্ঘ সময় ধরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বক্তারা বলেন,সরকার নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলা ও মামলা করছে।

এতে ধর্ষকদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। নেতৃবৃন্দ নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান। অন্যথায়, সারাদেশে নারীরা কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।