
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ আছে খাদিজা আক্তার নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ খাদিজা আক্তার উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহিন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, গত ১৫ মার্চ শনিবার সকালে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তার বোনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু খাদিজা বোনের বাড়ি যায়নি, এমনকি নিজের বাড়িতেও ফেরত আসেনি। বিকেলে তার মা বোনের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে সেখানে যায়নি। পরে পাঁচ দিন পেরিয়ে গেলেও অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা কানন বেগম বলেন, আমার স্বামী নেই। আমার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি। কোথাও খাজিদাকে পাওয়া যায়নি। আমি আমার মেয়েকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করছি।
তাহিরপুর থানায় ওসি দেলোয়ার হোসেন বলেন, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আমিনা আক্তার খাদিজা নিখোঁজের বিষয়ে তার মা জিডি করেছেন। খাদিজার সন্ধানে আমরা চেষ্টা করছি যেন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দিতে পারি।