
নিজস্ব প্রতিবেদক :: কালের কণ্ঠ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলামের হার্টে রিং প্রতি*স্থা*পন করা হবে আজ।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলামের হার্টে রিং প্রতিস্থাপন করা হবে আজ দুপুরে। তিনি ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার জানান, রফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ নাজির আহমেদ এর তত্ত্বাবধানে আছেন। গত মঙ্গলবার রফিকুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।