ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি অফিসে হা*ম*লা*র মা*ম*লা*য় বরিশালের সা*বে*ক কাউন্সিলর হিরু গ্রে*ফ*তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৬, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) গভীর রাতে নগরীর ফকিরবাড়ি রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি ছিলেন গাজী আক্তারুজ্জামান হিরু।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত হিরুকে আদালতে সোপর্দ করা হবে।