
নিউজ ডেস্ক :: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে গত দুইদিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। বুধবার (২৮ মে) ভোর থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, আকাশজুড়ে রয়েছে ঘন মেঘের উপস্থিতি।
আবহাওয়ার এই পরিবর্তনের পাশাপাশি অমাবস্যার প্রভাবে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে উপকূলের ভাঙনপ্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পায়রা, কলাপাড়া, বাউফল ও গলাচিপার বেশ কয়েকটি এলাকার বেরিবাঁধে ভাঙন এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখন উত্তাল। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে উপকূলীয় অঞ্চলে।
ঝুঁকির আশঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রস্তুতি গ্রহণে ব্যস্ত রয়েছে।