ঢাকারবিবার , ৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে পানিতে ডু বে প্রা*ণ গেল শি*শু*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৮, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: পিরোজপুরের কাউখালীতে পুকুরের পানিতে ডুবে সার্থক হালদার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানা যায়- কয়েকদিন আগে উপজেলার সদর ইউনিয়নের বাসুরি গ্রামের শুভ হালদারের ছেলে সার্থক হালদার কুচুয়াকাটি গ্রামে তার ফুফা কমলের বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে সার্থককে হঠাৎ করে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজনের খোঁজাখুজি শুরু করে। ওই বাড়ির আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করে যখন কোন খোঁজ মেলেনি ঠিক সেই মুহূর্তে বাড়ির ভিতরে থাকা (ডোবা) পুকুরে তার জুতা ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন পুকুরে ঝাঁপ দিয়ে খুঁজতে শুরু করলে তারা তাকে পানিতে ডুবা অবস্থায় উদ্ধার করে। এ সময় পানিতে ডোবার শিশুিটিকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জয়ন্ত সাহা শিশু টিকে মৃত্যু ঘোষণা করেন।

এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে স্বার্থকের কুফা বাড়ি কচুকাঠি গ্রামে অপরদিকে বাবার বাড়ি বাসুরি গ্রামে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন সকলেই কান্নায় ভেঙ্গে পড়ে।