ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিন ঘুরতে বে রিয়ে বিএনপি নে তার হা*মলার শি*কার নিষি*দ্ধ ছাত্রলীগ ক র্মি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৯, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঈদের দিন বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে বিএনপি নেতার হামলার শিকার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মি অলি আহম্মেদ সিহাত (২৫)।

৭ মে বিকালে ইন্দুরকানির চন্ডিপুর ইউনিয়নের কলারন খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওলিকে চন্ডিপুর থেকে লোকজন নিয়ে বেধরক পিটিয়েছে পশ্চিম চরবলেশ্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হাওলাদার ওরফে মেনাজ ফারুক। আহত ওলি সাংবাদিকদের জানান, ঈদের দিন বিকেলে বন্ধুদের সাথে কলারণ খেয়াঘাট সংলগ্ন পান গুছি নদীর পারে ঘুরতে যাই।

এ সময় নদীর পাড়ে আমরা সবাই আড্ডারত অবস্থানে ছিলাম। এ সময় ২নং পশ্চিম চরবলেশ্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেনাজ ফারুক মোটরসাইকেল যোগে হাতে লাঠিসোটা নিয়ে এসে অলির উপর অতর্কিত হামলা চালায়। বেধরক পিটুনিতে ওলি মাটিতে লুটিয়ে পড়লে কয়েকজন বন্ধু বান্ধব তাকে রক্ষা করেন। পরে তাকে উদ্ধার করে স্বজনরা পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপত্তার অভাবে অন্যত্র নিয়ে যান। তবে কি কারণে তার ওপর এ হামলা করা হয়েছে তা তিনি জানেন না।

এ বিষয়ে অভিযুক্ত মেনাজ ফারুকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি। ইন্দুরকানী থানার ওসি মো: মারুফ হোসেন জানান, হামলার শিকার হওয়া ভুক্তভোগী পরিবারটির কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মোল্লার চাচা দোকানদার বেল্লাল মোল্লার কাছ থেকে সিগারেট কিনে ছেড়া টাকা দেওয়া নিয়ে তর্ক হওয়ায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে বিএনপি নেতা মেনাজ ফারুক।