
নিজস্ব প্রতিবেদক :: ঈদুল আযহার ছুটিতে বরিশাল সেনানিবাস সংলগ্ন গ্রামীণ ও কুটির শিল্প মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।
ঈদের দিন দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে শিশু, কিশোর, বন্ধু – বান্ধব, প্রিয়জন নিয়া বিনোদন প্রেমীদের ঢল নামে। দেড় মাস ব্যাপী এই মেলা প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের জন খোলা থাকে।
বিভাগীয় শহর বরিশালের দক্ষিণে সম্পুর্ন গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক আবহাওয়ায় এই মেলাটি বিনোদন পিয়াসুদের নজর কেড়েছে। মেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন মাধ্যমের রাইডসহ রয়েছে সার্কাস , ও উন্মুক্ত কনসার্ট।
এবং কেনাকাটার জন্য রয়েছে কসমেটিক, শাড়ী, জুতা,ক্রোকারিজ,খেলনাসহ বিভিন্ন লোভনীয় আকর্ষণীয় বস্তু। এছাড়াও প্রতিদিন রয়েছে ২০ টাকার প্রবেশ টিকেটের বিনিময়ে লটারির ড্র। যেখানে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।