ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরের বিএনপি নে*তা মো স্তা ফিজুর রহমান টুকুর মৃ*ত্যু*তে শো ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৯, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান টুকু মজুমদারে মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য- শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে মোঃ মোস্তাফিজুর রহমান টুকু মজুমদার ইন্তেকাল করেন (ইন্নালিল্লি……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৭ জুন ধামুরা স্কুল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি এক শোক বার্তায় জানান-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দলে বিএনপি দলের ত্যাগী ও আস্থাশীল নেতা ছিলেন মরহুম মোঃ মোস্তাফিজুর রহমান টুকু। এছাড়া মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়