ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে তিনটি অবৈ*ধ ট্র*লিং বোট জ*ব্দ করলো কো*স্ট*গা*র্ড

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১০, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: পটুয়াখালীর মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ জুন) সকাল ১১টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্ট গার্ড নিজামপুর স্টেশন পটুয়াখালীর মহিপুর থানাধীন অলীপুর এলাকার শীপবাড়ীয়া ঘাট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে বৈধ কাগজপত্র ও লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৩টি ট্রলিং বোট (এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান অনেক কমেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।