ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে জামায়াতের ইউপি চেয়ার*ম্যা*ন প্রা*র্থী ঘো*ষ*ণা ও ঈদ পুন*র্মি*ল*নী অনু*ষ্ঠি*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১০, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোলার লালমোহনের ২নং কালমা  ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমোহন উপজেলা শাখা।

কালমা ইউনিয়নে দলের প্রার্থী হিসেবে ঘোষণা  দেওয়া হয়েছে শুরা ও কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ কাজী মো. শাহে আলম।

মঙ্গলবার (১০ মে) ফরাজী  বাজার হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালমা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাও. ইমদাদ উল্লাহ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-০৩  (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য পদপ্রার্থী

নিজামুল হক নাঈম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আমির মুহাদ্দিস মাওলানা আবদুল হক, সেক্রেটারি

মাওলানা রুহুল আমিন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসাইন সোহাগ, জেলা শিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াত মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে ইউনিয়নে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

এসময় আরও উপস্থিতি ছিলেন উপজেলা,  পৌরসভা ও কালমা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন  পর্যায়ে নেতৃবৃন্দ।