ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে মেয়ের ৪৫ কোটির ফ্ল্যা*ট, যে ব্যা*খ্যা দিলেন গভ*র্ন*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১১, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দুবাইয়ে মেয়ের ৪৫ কোটি টাকার ফ্ল্যাটের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

এর আগে গত সোমবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।

ওই পোস্টে অভিযোগ করে বলা হয়, ‘জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!’

এ বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার প্রায় ৪০ বছর বয়সে সে নিজেই একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।