
নিজস্ব প্রতিবেদক ::
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মাদকসম্রাট শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মেহেদি হাসান সুজন, বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম। এ সময় বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে।
হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশা জাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা মাদক কারবারের সাথে সরাসরি জড়িত।
ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।