ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মা*দ*ক*বি*রো*ধী দিবস উপল*ক্ষে পুর*স্কা*র বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল।

সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতির দিক তুলে ধরেন এবং বলেন— মাদকদ্রব্যের অপব্যবহার আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্যা সমাধানে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী অঙ্গীকারের কথা ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে নিজেরাও ভূমিকা রাখার আশ্বাস দেন।

আলোচনা শেষে মাদকবিরোধী প্রচারণায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।