
নিউজ ডেস্ক :: পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ীর সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ওই গাড়ীসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে মান্নান মিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তায় ওঠেন। এমন সময় পেছন থেকে দ্রুত গতির একটি বৌগাড়ী এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধ রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `আমি একটু বাহিরে আছি। দুর্ঘটনায় অভিযুক্ত চালককে তার গাড়িসহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান।’