
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় ৩৩ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ভেগাই হালদার পাবলিক একাডেমি।
গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক অ্যাকাডেমির হলরুমে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে চলতি বছর ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে জিপিএ—৫ পাওয়া শিক্ষার্থী মাতোয়া বখতিয়ার, বরেন্য বাড়ৈ এরিয়ান, পার্থ মজুমদারসহ ৩০ জন এ—প্লাসসহ ৩৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারজানা আক্তার,
উপজেলা বিএনপি’র যুগ্ম—আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল মোল্লা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক ও ডা. অমূল্য রতনসহ প্রমুখ। পরে জিপিএ—৫ পাওয়া ৩ শিক্ষার্থীকে ক্রেষ্ট ও ফুলের মালা পড়িয়ে ও ৩০ জন এ— প্লাস পাওয়া শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানে হয়।