ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো বরিশালে সেকেন্ড হ্যা ন্ড গাড়ির শোরুম উ*দ্বো*ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২১, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: প্রথমবারের মতো বরিশালে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। আজ সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন সিএন্ডবি রোডে ‘জারা কার হাউজ’ শোরুমের উদ্বোধন হয়। ‘জারা কার হাউজ’ বরিশাল অঞ্চলের মানুষের জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে।

শোরুম কর্তৃপক্ষ জানায়- ‘জারা কার হাউজ’ শোরুমটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা-বেচার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে কাজ করবে এবং গ্রাহকদের বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের গাড়ির সমাহার সরবরাহ করবে। এছাড়াও ঢাকা ও বগুড়ায় তাদের আরও তিনটি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম রয়েছে। এখানে জাপানি, কোরিয়ান, ইউরোপীয় এবং অন্যান্য ব্র্যান্ডের গাড়ি পাওয়া যাবে। এখন তারা তাদের পছন্দের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য আর দূরে কোথাও যেতে হবে না। এই শোরুমটি তাদের জন্য একটি নির্ভরযোগ্য স্থান হবে যেখানে তারা সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি খুঁজে নিতে পারবে। এই শোরুমটি সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারকে আরও সুসংহত করবে এবং গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করবে।

শোরুমটিতে গাড়ির একটি বিশাল সংগ্রহ রয়েছে এবং এখানে বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের গাড়ি পাওয়া যায়। আগ্রহী ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী গাড়ি বাছাই করতে পারবেন। শোরুমটিতে গাড়ির সার্ভিসিং এবং যন্ত্রাংশের ব্যবস্থাও রয়েছে, যা গ্রাহকদের জন্য একটি বাড়তি সুবিধা। শোরুমটি উদ্বোধনের ফলে স্থানীয় অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

‘জারা কার হাউজ’ থেকে ক্রেতারা তাদের পছন্দসই গাড়িটি কেনার ক্ষেত্রে কিস্তি সুবিধাও গ্রহণ করতে পারবে। তাদের শোরুমে বিভিন্ন স্কিমে কিস্তি সুবিধা চালু রয়েছে। এখানে গাড়ির গুণগত মান যাচাই করার জন্য অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরীক্ষিত হয়।

‘জারা কার হাউজ’র মালিক রাজিব রায়হান- ‘আমাদের শোরুমে বিভিন্ন মডেলের রিকন্ডিশনড গাড়ি পাওয়া যায়। প্রতিটি গাড়ির বিস্তারিত বিবরণ, যেমন গাড়ির বয়স, মাইলেজ, এবং গাড়ির অবস্থা জেনে কিনতে পারবেন। আপনি আমাদের শোরুমে এসে গাড়িটি স্বচক্ষে দেখতে পারেন এবং টেস্ট ড্রাইভও করতে পারেন। আমরা গাড়ির মূল্যের উপর সামান্য ছাড় দিতে প্রস্তুত, এবং সেই সাথে অর্থায়ন এবং ইন্স্যুরেন্সের সুবিধাও দিচ্ছি। আমাদের কাছে কিছু গাড়ির জন্য গ্যারান্টিও রয়েছে।’