ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ভূমি অফিস সহকারীর ঘু*ষ নেওয়ার ভিডিও ভাইরাল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২১, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ভূমি অফিসের রুস্তম আলী নামে এক অফিস সহকারীর ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২০ জুলাই) রাত থেকে স্থানীয় বিভিন্ন ফেসবুক পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎এক মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে বসেই এক ব্যক্তির কাছ থেকে সরাসরি টাকা নিচ্ছেন ভূমি অফিস সহকারী রুস্তম আলী। ভিডিওর শেষ দিকে অফিস সহকারী রুস্তম আলীকে টাকা নিয়ে চেয়ার থেকে উঠে যেতে দেখা যায়।

ভূমি অফিসে সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, নির্ধারিত সরকারি ফি এর বাইরেও রুস্তম আলী বিভিন্ন অজুহাতে উপহার দাবি করেন। কেউ তা না দিলে তার ফাইল আটকে রাখা হয় বা অহেতুক ঘুরতে হয় বারবার। অনেকেই অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরেই ঘুষ দিয়ে কাজ করিয়ে নেওয়ার সংস্কৃতি চালু রেখেছেন।

‎ভিডিওতে রুস্তম আলীকে অফিস কক্ষে বসে পরিষ্কারভাবে টাকা নিতে দেখা যায়, যা ঘুষ লেনদেনের স্পষ্ট প্রমাণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

‎এদিকে অফিস সহকারী রুস্তম আলী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো ঘুষ নেইনি। যেটা নেওয়া হয়েছে সেটা খাজনার টাকা। ঘুষের বিষয়ে আমি কিছুই জানি না।

‎স্থানীয় বালিপাড়া এলাকার বাসিন্দা চান খান ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা নামজারি করতে গেলে রুস্তম আলী ১১ হাজার টাকা দাবি করেন। পরে অনেক অনুরোধে ৭ হাজার টাকায় কাজ করে দেন। সরকার যেখানে ফ্রি বা অনলাইনে সেবা দিচ্ছে, সেখানে আমাদের ঘুষ দিয়ে কেন সেবা নিতে হবে।

‎স্থানীয় সচেতন মহল ও নাগরিক সমাজ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।