
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম, উজিরপুর উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন রাড়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলার সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি ডি.এম আল আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমি, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।