ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বা*স্থ্য*সেবা জনগণের দোরগোড়ায় পৌঁ*ছে দিতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২২, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রাথমিক স্বাস্থ্য সেবা জোরদার করতে হবে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে স্বাস্থ্য সেবার মান উন্নত করা সম্ভব হবে। আমরা চাই একটি কার্যকর প্রাইমারি হেলথকেয়ার ব্যবস্থা, যেখানে প্রতিটি নাগরিক বিনামূল্যে এবং সহজভাবে স্বাস্থ্যসেবা পাবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার যেমন দায়িত্ব পালন করবে, তেমনি জনগণকেও অংশগ্রহণমূলক হতে হবে। সংশ্লিষ্টদের সেবার মান আরও উন্নত করতে ও জনগণকে সম্পৃক্ত করতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় ‎ঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রেমহার কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার অবস্থা ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতা ও স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন।

‎এসময় তাঁর সাথে ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর উপ-পরিচালক প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠির সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবিরসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা।

‎স্থানীয়ভাবে সেবার মান উন্নয়নে আলোচনায় অংশ হিসেবে পরিদর্শনকালে বড় প্রেমহার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (ঈঐঈচ) মো. জাকির খান অতিথিদের সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে প্রশ্নোত্তর ও মতবিনিময় করেন। তিনি ক্লিনিকের সিটিজেন চার্টার উপস্থাপন করেন এবং জানান, স্থানীয় জনগণ ও সরকারের যৌথ অংশীদারিত্বে পরিচালিত এই ক্লিনিক সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেবা প্রদান করে থাকে।

‎তিনি আরও জানান, কমিউনিটি ক্লিনিকে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধাগণ পর্যন্ত সকল শ্রেণির মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পান। পাশাপাশি গর্ভবতী মা, নবজাতক, কিশোর-কিশোরী, পরিবার পরিকল্পনা, টিকাদান কর্মসূচি (ইপিআই), পুষ্টিসেবা, সাধারণ রোগ নিরাময়, সংক্রামক রোগ শনাক্তকরণ ও রেফারাল সেবা দেওয়া হয়। এছাড়া অটিজম ও প্রতিবন্ধী সনাক্তকরণেও পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।