ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নি*র্বা*চনের গণভোটে শিক্ষার্থীদের ব্যা*প*ক সা ড়া মিলেছে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দীর্ঘদিনের প্রত্যাশা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ও বিপক্ষে মতামত জানাতে আয়োজিত তিন দিনের গণভোটে শিক্ষার্থীদের বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণভোট শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার আগ্রহ ও সচেতনতার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ।

২২ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে শুরু হয় এই গণভোট, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আয়োজক সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জানায়, শুরুতেই ব্যাপক সাড়া মেলে এবং প্রথম দিনেই প্রায় ৪০০ শিক্ষার্থী ভোট প্রদান করেন। গণভোট আয়োজনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এই কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, তানজিদ শাহ জালাল ইমন (প্রেস ক্লাব) মেহরাব হোসেন (সাংবাদিক সমিতি) মো. ইয়ারুল আমিন (বিইউ রেডিও) মো. সাবির মাহমুদ (লিংকার্স) প্রথম দিনের ভোট গ্রহণ শেষে কমিশন প্যানেল জানাই , দিনভর স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে মতামত দেন। ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক শুজয় শুভ বলেন,“বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। এটি শুধু প্রতিনিধি নির্বাচন নয়, বরং নেতৃত্ব গঠনের একটি প্রক্রিয়া। একজন শিক্ষার্থী যাতে নিজের কণ্ঠস্বর উঁচু করতে পারে, তার জন্য ছাত্র সংসদ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

গণভোটে অংশ নেওয়া শিক্ষার্থী আশিক রিয়াদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশের অভাব অনুভব করেছি। যেহেতু এখন রাজনৈতিক প্রভাবমুক্ত ছাত্র সংসদ নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমরা আশাবাদী যে ভবিষ্যতে শিক্ষার্থীরাই তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে। আর এটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে সরাসরি শিক্ষার্থীদের ভূমিকা নিশ্চিত হবে।”

অনেক শিক্ষার্থী মনে করেন, ছাত্র সংসদ চালু হলে হোস্টেল সমস্যা, ট্রান্সপোর্ট সংকট, একাডেমিক স্বচ্ছতা, ফি সংক্রান্ত অসংগতি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীরা সরাসরি দাবিপ্রকাশ ও সমাধানের পথ খুঁজে পাবে। গণভোটের রায় কবে প্রকাশ এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে ছাত্র কাউন্সিলের সংগঠন ভূমিকা সরকার বলেন,”ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একটি নিদিষ্ট দিনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক উৎসবমুখর পরিবেশে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং প্যানেল প্রতিনিধিদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হবে, যাতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সরাসরি ফলাফল প্রত্যক্ষ করতে পারেন।