ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ভালো ফলাফল করায় পুরস্কার পেল ৩৬ শিক্ষার্থী

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভালো ফলাফল করায় ঝালকাঠিতে ৩৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাদেরকে ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ।

অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেনস বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে এ পুরুস্কার দেওয়া হয়েছে।