
নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে মো. মাহবুবুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত যুবককে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাহবুবুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমির নামজারি করে দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিচ্ছিলেন। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করার হুমকিও দেন তিনি।
সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি দিলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয় তাকে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ কাজে তাকে ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচনা দিয়েছেন বলে জানান। আদালত তাকে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠান।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন কালবেলাকে বলেন, মাহবুবুর রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিত। সোমবার অফিসে এসে আবারও হুমকি দেয় সে। ভ্রাম্যমাণ আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আদালত বসিয়ে দুমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে কারাগারে পাঠানো হয় আসামিকে।