ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় হা*জ*তে নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে গেলেন আ*সা*মি

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার পারিবারিক মামলার আসামি কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজতে থাকা আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান। 

রোববার (০৩ আগস্ট) বিকেলে পৌনে ৪টার সময় আসামিদের কারাগারে নেওয়ার সময় জজ কোর্টের প্রধান ফটকের সামনে থেকে প্রিজনভ্যানে ওঠানোর সময় হাতকড়ার ভেতর থেকে হাত বের করে পালিয়ে যায়।

পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে পারিবারিক ডিক্রি মোকদ্দমা করে ২০১৮ সালে।

জানা গেছে, পারিবারিক আদালতের মামলায় মোকদ্দমার বিবাদী আল আমিনের বিরুদ্ধে ডিক্রিদানের নির্দেশ দেওয়া হয়। আল আমিন আদালতের আদেশের বিপরীতে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গতকাল শনিবার বরগুনা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বরগুনা সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, কারাগারে নেওয়ার সময় হাত চিকন থাকায় হাতকড়া খুলে এক আসামি পালিয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ তাকে খুঁজছে। এ বিষয়ে আমাদের কোনো কর্তব্য পালনের অবহেলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।