
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বড়মগড়া গ্রামের জিতেন্দ্র নাথ জয়ধরের দেড় বছরের ছেলে জয় জয়ধর উঠানে খেলার সময় সবার অজান্তে বাড়ির পুকুরে পরে যায়।
জয় জয়ধরকে না দেখে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবার ও বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ রায় জয় জয়ধরকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোক সংবাদ হারুন মোল্লা বরিশালের আগৈলঝাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার হারুন মোল্লা (৭১) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,
তিন ছেলে, এক মেয়েে, নাতী—নাতনিসহ অসংখ্য আত্মীয়—স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।