ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অয*ত্ন-অ*ব*হে*লা*য় নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৪, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের অধীনে ফেরি বিভাগের কোটি টাকার সম্পদ। নিরাপত্তার অভাবে রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। রোদ-বৃষ্টি, পানি ও কাঁদার আস্তরণে এখন অচল এই ফেরিটি। স্থানান্তর না হওয়া ও তদারকির অভাবে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে এসব সম্পদ।

দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের পদচারণা না থাকা ও ফেরিটি চলাচল না করায় পুরো এলাকা আগাছায় ছেয়ে গেছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি টাকার এ নৌযান নষ্ট হয়ে যাচ্ছে। সূত্রে জানা যায়, বর্তমানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিরগঞ্জ পয়েন্টে একটি ফেরি ও পন্টুন অকেজো অবস্থায় পড়ে আছে। যার বেশিরভাগ মালামাল ইতোমধ্যে চুরি হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বেশিরভাগ মূল্যবান যন্ত্রপাতি নেই ফেরিতে। ভেতরের বেশিরভাগ জায়গায় আবর্জনার স্তূপ। মাটির আস্তরে এবং পানি কাঁদায় ঢেকে গেছে ফেরিটির অধিকাংশ অংশ। অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকারি এসব সম্পত্তি রক্ষার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

উপজেলার মীরগঞ্জ এলাকার আবু হানিফ ফকির বলেন, কর্তৃপক্ষের কাছে দাবি সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নিলামের মাধ্যমে বিক্রি বা অন্য কোথাও কাজে লাগালে ভালো হতো। নদীর পাড়ে একটি ফেরি পানির মধ্যে পড়ে আছে। সরকারি কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে।

এগুলো এখান থেকে নিয়ে কাজে লাগানো প্রয়োজন। পার্শ্ববর্তী মুলাদী উপজেলার মীরগঞ্জ প্রান্তের খেয়াঘাট এলাকার বাসিন্দা মারুফ হোসেন বলেন, অকেজো ফেরিগুলো নিলামে বিক্রি আর সচল বাকিগুলো সংস্কার করে জনগণের সেবার আওতায় আনা সম্ভব বলে তিনি মনে করেন।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ফেরিটি মিরগঞ্জের আড়িয়াল খাঁ নদীতে ডুবে থাকা সম্পর্কে তার জানা নেই। খুব দ্রুত সময়ে এ বিষয়ে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে।