ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃ ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৬, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—স্থানীয় স্কুলশিক্ষক চয়নুল আলমের মেয়ে বৃষ্টি আক্তার (১১), ও আটোভ্যানচালক শাহিনুর ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)। তারা দুজনেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বৃষ্টি ও সাদিয়াসহ ৬–৭ জন শিশু চয়নুল আলমের বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সবাই উঠে এলেও বৃষ্টি ও সাদিয়া আবার পানিতে নামে। পরিষ্কার পানিতে ডুব দেওয়ার সময় তারা গভীরে তলিয়ে যায়।
সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে বৃষ্টিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, প্রায় ১৫ মিনিট পর সাদিয়াকেও উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে দুজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির বলেন, ১৫ মিনিটের ব্যবধানে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে আমরা বুঝতে পারি, তারা হাসপাতালে আসার আগেই মারা গেছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সরকার (জুয়েল) বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা থানায় জিডি করা হয়নি।