
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের গৌরনদীতে আশোকাঠী ধামুরা খালে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। বৃহস্পিবার দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌর সভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন খাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। বিথী উপজেলার হরিসেনা গ্রামের সৌদী প্রবাসী রিপন সরদারের স্ত্রী। তিনি মানষিক ভারস্যমহীন ছিলেন।
এবিষয় গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ্ আলম শিকদারের মেয়ে এক সন্তানের জননী উম্মে বির্থী বোড়কা ও হিজাব পড়া অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন খালে গোসল নেমে ডুবে যায়।
খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে গৌরনদী ফায়ার সার্ভিস নারীকে উদ্ধারের জন্য খালে তল্লাসী চালায়। আপ্রাণ চেষ্টার পর দুপুর আড়াইর দিকে ঘটনা স্থলের কাছ থেকে প্রায় ১০০ গজ দুরাত্বে খালের তলদেশ থেকে বিথীর মৃত দেহ উদ্ধার করে ডুবরিরা।