ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে অমৃত ফ্যাক্টরির শ্রমিকের ওপর হামলা আ’লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২১, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশায় অবস্থিত অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকের ওপর আওয়ামী লীগ নেতার ইন্ধনে বহিরাহগত সন্ত্রাসীরা হামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকরা ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে ভুক্তভোগী শ্রমিক ও সকল শ্রমিকরা অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস ফ্যাক্টরির  সামনে  হামলাকারী ও আওয়ামী লীগ নেতার অপসারণ চেয়ে মানববন্ধন করেন।
ঘটনাসূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক অমৃত শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ সরদারের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা করেন  ভুক্তভোগী শ্রমিক। এরই জের ধরে  বুধবার বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ফিরোজ সরদারের ঘনিষ্ঠ রুবেল হাওলাদার, মেহেদী হাসান, জুয়েল হাওলাদারসহ অজ্ঞাতনামা ১০/১৫জন দুর্বৃত্ত নিয়ে অমৃত কারখানার শ্রমিক মোঃ লিটন হাওলাদাদের ওপর হামলা চালায়। এতে লিটন নামে ও শ্রমিক গুরুতর আহত। হামলার সময় উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আলমগীর হোসেন ঠেকাতে গেলে তাকেও  এলোপাথাড়িভাবে মারপিট করা হয়।
শ্রমিকরা বলেন, আওয়ামী লীগের নেতা ফিরোজ সরদার যৌক্তিকভাবে শ্রমিক ইউনিয়ন দখল করে রাখছে। সে আমাদের শ্রমিকদের টাকা আত্মসাৎ করেছে। সেই কারণে আমরা তার অপসারণ চাই। গতকাল আমার শ্রমিক ভাইয়ের উপরে বাইরে থেকে সন্ত্রাসী এনে ওপর হামলা চালায়। হামলা চালিয়ে আবার তারাই আমাদের নামে থানায় অভিযোগ করার হুমকি দিয়েছে। নারী শ্রমিকদেরও বিভিন্ন সময় হেনস্তা করেছে । আমরা তার অপসারণের দাবি জানাই।
এ বিষয়ে ফ্যাক্টারির ম্যানেজার বিজয় কৃষ্ণ ঘোষ বলেন  ফিরোজ সরদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নেবে।